জানি
বানান বিশ্লেষণ : জ্+আ+ন্+ই।
উচ্চারণ:
ɟa.ni (জা.নি)

জা =জা (আকারযুক্ত জ্, একাক্ষর জা ধ্বনি তৈরি করে।)

নি=নি (ইকারযুক্ত ন্ ধ্বনির সাথে একাক্ষর নি ধ্বনি তৈরি করে)

শব্দ-উৎস: সংস্কৃত जाया (জায়া)>হিন্দি জানি>বাংলা জানি।

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা  { | নারী-ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
                      {
বৈবাহিক সঙ্গী  | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
নৃজাতির স্ত্রীসত্তা যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগীস্বাধীনভাবে এই শব্দটি ব্যবহৃত হয় না। বহুব্রীহি সমাসের উত্তরপদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন যুবজানি, সীতাজানি ইত্যাদি।
সমার্থক শব্দাবলি:
অওরত, অওরৎ, অঙ্গন,  আউরত, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনান, পত্নী, বউ, বধূ, বামাৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী

ইংরেজি : wife, married woman