কলত্র
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+অ+ত্+র্+অ
উচ্চারণ: kɔ.lot̪.t̪ro
(ক.লোত্.ত্রো)
শব্দ-উৎস:
সংস্কৃত কলত্র >
বাংলা কলত্র
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √
গড়্ (ক্ষরিত হওয়া) +
অত্র (অত্রন্)>
গ>ক।
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
দাম্পত্য সম্পর্ক |
আত্মীয় |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক
সত্তা| সত্তা|
অর্থ :
নৃজাতির স্ত্রীসত্তা- যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে
পুরুষের অংশভাগী।
সমার্থক শব্দাবলি :
অওরত,
অওরৎ,
আওরত
আওরৎ,
আউরত,
আওরত,
আওরৎ,
ঔরৎ,
কলত্র