ক্ষৌমবস্ত্র
ক্ষৌম যে বস্ত্র /মধ্যপদলোপী কর্মধারয় সমাস
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| পরিচ্ছদ | আবরক | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ :
সূক্ষ্ম সুতায় নির্মিত কাপড় অর্থে- মিহিসুতার কাপড়
সমার্থক শব্দাবলি : অংশুপট, অংশুপট্ট, সূক্ষ্মবস্ত্র, ক্ষৌমবস্ত্র।
ইংরেজি :
fine cotton fabric