কলঙ্ক
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+অ+ঙ্+ক+অ
উচ্চারণ:
[ক.লোঙ্‌.কো] [ɔ.kɔ.loŋ.ko]
শব্দ-উৎস: সংস্কৃত कलङকলঙ্ক>বাংলা  অকলঙ্ক।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক (আত্মা) রঙ্কি (হীন করা) +অ (অন্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: যা সহজাত বা স্বাভাবিক গুণকে হীন করে
সমার্থক শব্দাবলি: অপবাদ, কলঙ্ক, দাগ, মরিচা, মালিন্য

বিপরীতার্থক শব্দ: অকলঙ্ক [ভাবার্থে]