অ (অন্)
সংস্কৃত কৃৎপ্রত্যয় তদ্ধিত প্রত্যয়

১. সংস্কৃত কৃৎপ্রত্যয়এই প্রত্যয়ের ণ্ বর্ণটি ইত্ হয় এবং অবশিষ্ট অ-বর্ণটি ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। এর ভাবগত অর্থ হলো হীনকরণ। এই প্রত্যয়ের ন্ বর্ণটি লোপ পায় এবং অ ক্রিয়ামূলের সাথে যুক্ত শব্দ তৈরি করে এই প্রত্যয়জাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো

     ক (আত্মা)
রঙ্কি (হীন করা) +অ (অন্)=কলঙ্ক
    
কোপি (ক্রুদ্ধ হওয়া) +অ (অন্) =কোপ
    
ক্রম্ (গমন করা) + অ (অন্) =ক্রমণ্য
    
চঞ্চল (যঙ্‌লুক) পুনঃপুনঃ চলা অর্থে চঞ্চল +অ (অন্), কর্তৃবাচ্য=চঞ্চল


. সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এই প্রত্যয়ের ণ্ বর্ণটি ইত্ হয় এবং অবশিষ্ট অ-বর্ণটি ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় এই প্রত্যয়জাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলোযেমন-
     ক (প্রজাপতি) + অ (অন্)
= কায়।


সূত্র :