কঙ্কর
বানান বিশ্লেষণ : ক্+ঙ্+ক্+অ+র্+অ
উচ্চারণ:
kɔŋ.kor (অকঙ্.কোর্)

অকঙ্.কোর্ [ঙ্ক ধ্বনি ঙ.কো ধ্বনি তৈরি করে। পূর্ববর্তী ক ধ্বনির ঙ্ যুক্ত হয়ে কঙ্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট কো ধ্বনির সাথে র্ ধ্বনি রুদ্ধ হিসেবে কোর্ ধ্বনি তৈরি করবে।]

শব্দ-উৎস: সংস্কৃত कङ्करम्  (কঙ্করম্)>বাংলা কঙ্কর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  {ক (শব্দ বা জল)+
কৃ (করা)+ অ (অচ্)}

পদ:

অর্থ: যার ভিতর জল প্রবাহিত হয় বা শব্দ করে, এই অর্থে ক্ষুদ্র প্রস্তরখণ্ডকে কঙ্কর বলা হয়।

সমার্থক শব্দাবলি: কঙ্কর, কাঁকর, নুড়ি।
ইংরেজি:


সূত্র: