খাম
বানান বিশ্লেষণ :
খ্+আ+ম্ +অ
উচ্চারণ : kʰam (খাম্)

খাম =খাম্। (খা ধ্বনির সাথে ম ধ্বনি যুক্ত হয়। উচ্চারণের সময় 'ম্+অ' -এর অ ধ্বনি বিলুপ্ত হয়ে রুদ্ধ ধ্বনিতে পরিণত হয়। ফলে খাম শব্দটি একাকক্ষরে পরিণত হয়)


সূত্র :