খুশি
বানান বিশ্লেষণ: খ্+উ+শ্+ই।
উচ্চারণ:
kʰu.ʃi
(খু.শি)
শব্দ-উৎস:
ফার্সি
খুশি>
বাংলা খুশি।
১. পদ:
বিশেষণ
অর্থ: আনন্দময় দশায়
যুক্ত থাকা ।
সমার্থক শব্দাবলি:
আনন্দযুক্ত,
আনন্দিত,
আনন্দী,
আহ্লাদিত,
খুশি, তৃপ্ত,
প্রীত,
প্রীতিযুক্ত, সন্তুষ্ট, হর্ষযুক্ত,
হৃষ্ট,
হ্লাদী।
২. পদ:
বিশেষ্য
১. অর্থ: আনন্দময় দশার নাম
সমার্থক শব্দাবলি: আনন্দ, খুশি, সন্তোষ।
উদাহরণ: খুশিতে বাগ বাগ
২. অর্থ:
মনের স্বতঃস্ফূর্ত বাসনা
সমার্থক শব্দাবলি: ইচ্ছা, খুশি, খেয়াল, মর্জ্জি।
উদাহরণ: যেথায়
খুশি, সেথায় যাব।
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান
। সুবলচন্দ্র
মিত্র।