মালিক
বানান বিশ্লেষণ:ম্+আ+ল্+ই+ক্+অ
উচ্চারণ:
ma.lik মা.লিক্
শব্দ-উৎস: আরবি মালিক> বাংলা মালিক
পদ: বিশেষ্য
অর্থ:

১. পার্থিব কোনো বিষয়ের উপরে যার মূল অধিকার রয়েছে। যেমন- জমির মালিক।
সমার্থক শব্দাবলি: স্বামী, অধিকারী
ইংরেজি: Owner

২. পার্থিব বা অপার্থিব সকল বিষয়ের উপর যাঁর প্রভুত্ব আছে। যেমন- দিন-দুনিয়ার মালিক (ঈশ্বর)।
সমার্থক শব্দাবলি: প্রভু, মালিক।
ইংরেজি: Lord

৩. কর্মস্থলের মূল কমতার অধীকারী।
সমার্থক শব্দাবলি: প্রভু, মনিব, মালিক।

ইংরেজি: master


সূত্র :