মায়া
বানান বিশ্লেষণ : ম্+আ+য়্+আ।
উচ্চারণ:
maẽ.a (মায়্.আ)

মায়্.আ [মা ধ্বনির সাথে অর্ধ স্বরধ্বনি য়্ যুক্ত হয়ে একাক্ষর মায়্ ধ্বনি তৈরি হয়। অবশিষ্ট আ ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়ী তবে য়্ এবং আ ধ্বনি যোগিক স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত योगमाया (যোগমায়া)>বাংলা যোগমায়া।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মা (পরিমাণ)+, করণবাচ্য +আ (টাপ্)

 

অর্থ: ইন্দ্রজাল, কুহক