মধ্য
বানান বিশ্লেষণ: ম্+অ+ধ্+য্+ অ
উচ্চারণ:
mod̪.d̪ ʰo (মোদ্.ধো)।
শব্দ-উৎস:
সংস্কৃত মধ্য> বাংলা মধ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মন্‌ (মনে ধারণ করা)+ য (যক) নিপাতিত
পদ: বিশেষ্য
অর্থ: পূর্ব এবং পরবর্তীর অন্তর্বর্তী


সূত্র: