মধুকর
বানান বিশ্লেষণ : ম্+অ+ধ্+উ+ক্+অ+র্+অ
উচ্চারণ: mo.ʰu.k
ɔr [মো.ধু.কর্।]
শব্দ-উৎস: সংস্কৃত मधुकर (ধুকর)>বাংলা মধুকর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ

পদ: বিশেষ্য
অর্থ:
মধু সৃষ্টিকারী যে কোন পতঙ্গকে সাধারণভাবে মধুকর বলা হয়। রূপতাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে এই জাতীয় পতঙ্গের ভিতরে প্রথমেই মৌমাছিকে বিবেচনা করা হয়। বৈষ্ণব সাহিত্যে মধুকর বলতে ভ্রমরকে বুঝানো হয়েছে।