মঙ্গল
বানান বিশ্লেষণ : ম্+অ+ঙ্+গ্+অ+ল্+অ
উচ্চারণ :
mɔŋ.gol
(মঙ্.গোল্)
শব্দ-উৎস :
সংস্কৃত
मङ्गल
(মঙ্গল)>বাংলা
মঙ্গল।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
√মঙ্গ্
(গতি)+অল
(অলচ্),
কর্তৃবাচ্য।
পদ :
১. বিশেষ্য
অর্থ:১.১. যা কারো জন্য উপকার বয়ে আনে।
সমার্থক শব্দাবলি: কল্যাণ, মঙ্গল, ভালো, শুভ।১.২. সৌরজগতের একটি গ্রহের নাম। [দেখুন: মঙ্গল [গ্রহ]
১.৩. বঙ্গাব্দ, শকাব্দ, লক্ষ্মণাব্দ ইত্যাদিতে সপ্তাহের একটি দিনের নাম। এর পূর্ববর্তী দিন সোম এবং পরের দিন বৃহস্পতি। মঙ্গলগ্রহের নামানুসারে এর নামগ্রহণ করা হয়েছে।
১.৪. হিন্দু দেবদেবীর মাহাত্ম্য বর্ণনামূলক মধ্যযুগীয় বাংলা কাব্যের সাধারণ নাম। [দেখুন: মঙ্গলকাব্য]
১.৫. ভারতীয় রাগসঙ্গীতে চর্চিত একটি রাগের নাম। এই রাগ অন্য রাগের সাথে সমন্বিত হয়ে মিশ্র রাগ সৃষ্টি করে। যেমন- মঙ্গল কানাড়া, মঙ্গল ভৈরব ইত্যাদি।২. পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}।
অর্থ. যা কল্যাণপ্রদায়ক।
সমার্থক শব্দাবলি: শুভদায়ক, মঙ্গলজনক
সূত্র :