মঞ্জিল
বানান্ বিশ্লেষণ: ম্+অ+ঞ্+জ্+ই+ল্+অ
উচ্চারণ:
mon.ɟil (মোন্.জিল্)
শব্দ-উৎস: আরবি মন্‌জিল> বাংলা মঞ্জিল
পদ : বিশেষ্য
অর্থ: সুফি মতবাদে মঞ্জিল একটি পারভাষিক শব্দ। এর আক্ষরিক অর্থ প্রাসাদ বা বাসভবন। যেখানে আল্লার পথে সাধক স্থিতি লাভ করে। এই স্থিতিকে বলা হয় মোকাম। সার্বিকভাবে সকল ধরনের স্থিতি বা মোকামকে বলা হয় মোকাম-মঞ্জিল। স্থিতি লাভের কয়েকটি পথ রয়েছে। এই পথগুলো হলো-

মঞ্জিলের সকল স্তর অতিক্রম করতে পারলে, আল্লাহ সাধককে সিদ্ধি-ফল দান করেন। একে বলা হয় হাল।