মনোজগৎ
বানান্ বিশ্লেষণ: ম্+অ+ন্+ও+জ্+অ+গ্+অ+ত্
উচ্চারণ:
mo.no.ɟɔ.got̪ [মো.নো.জ.গৎ]
শব্দ-উৎস: সংস্কৃত মনোজগৎ> বাংলা মনোজগৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
অর্থ: সাধারণ অর্থে মনের সার্বিক ব্যাপ্তিই হলো মনোজগৎ। মানসিক সকল ক্রিয়া-প্রতিক্রয়া যে স্থানে সংঘটিত হয় এবং সেখানে নানাভাবে অবস্থান করে।
সমার্থক শব্দাবলি: অন্তর্জগৎ, ভাবজগৎ।