ময়
বানান্ বিশ্লেষণ: ম্+অ+য়্+অ
উচ্চারণ:
mcĕ (ময়)
শব্দ-উৎস: সংস্কৃত ময়ট্> বাংলা ময়
পদ: বিশেষ্য
অর্থ: প্রত্যয় হিসেবে বিভিন্ন অর্থে অন্য শব্দের পরে বসে। যেমন-

. 'পূর্ণ' অর্থে- অক্রিয়াময়, দয়াময়, করুণাময়।
২. ব্যাপ্তী অর্থে- জলময়, রাজ্যময়।
৩. তৈরি অর্থে- রৌপ্যময়, স্বর্ণময়।