মূল্য
বানান বিশ্লেষণ:
ম্+উ+ল্+য।
উচ্চারণ:
[মুল্.লো]
[mul.lo]
মুল্.লো [মু এর পরে ল্য বিভাজিত হয়ে ল্.লো হবে। মু ধ্বনির সাথে ল্ যুক্ত হয়ে একাক্ষর মুল্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট লো ধ্বনি অপর একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
সংস্কৃত मूल्य (মূল্য)>বাংলা মূল্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öমূল্
(স্থিতি করা)
+
অ (অচ্) =মূল
অথবা
মূ
(বন্ধন করা)
+
ল (ক্ল)=মূল
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { | তূল্যমূল্য | মূল্যমান | বৈশিষ্ট্য-গুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: বস্তুগত বৈশিষ্ট্যের বিচারে (বাঞ্ছনীয় বা মহার্ঘ বা উপকারী মান প্রদান করে এমন নির্দিষ্ট ভাল বা মন্দের মূল্যমান) নির্ধারিত মূলমান। সাধারণত এই মান অর্থ বা অন্যকিছুর মানের বিচারে নিরুপণ করা হয়।
সমার্থক শব্দাবলি: দাম, মূল্য।
ইংরেজি: monetary value, price, cost
২. ঊর্ধ্বক্রমবাচকতা { আদর্শ | ভাবনা | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: এমন একটি আদর্শ যা ব্যক্তিবিশেষ বা সমাজ দ্বারা গৃহীত হয়।
সমার্থক শব্দাবলি: মর্যাদা, মূল্য।
উদাহরহণ: ঐতিহ্যের মূল্য।
ইংরেজি: value
৩. ঊর্ধ্বক্রমবাচকতা {| তূল্যমূল্য | মূল্যমান | বৈশিষ্ট্য-গুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: এমন একটি মান, যা একটি বিষয়ের মূল্যমানকে একটি বিশিষ্ট অবস্থানে নির্দেশিত করে।
সমার্থক শব্দাবলি: গুরুত্ব, মর্যাদা, মূল্য।
উদাহরণ: কথার মূল্য, পুষ্টি মূল্য, সৃষ্টির মূল্য।
ইংরেজি: importance
৪. ঊর্ধ্বক্রমবাচকতা {পদাবস্থান | অবস্থান-দশা | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: ব্যক্তি বিশেষের সামাজিক পদাবস্থানের সাথে সম্পর্কিত গুরুত্ব।
সমার্থক শব্দাবলি: মর্যাদা, মূল্য।
উদাহরণ: শিক্ষাগুরুর মূল্য, অতিথির মূল্য।
ইংরেজি: importance, grandness
সংযোজক-মূলক ক্রিয়ামূল:
মূল্য √দে। উৎপন্ন ক্রিয়াপদ− মূল্য দেই, মূল্য দেয় ইত্যাদি।
মূল্য √নে। উৎপন্ন ক্রিয়াপদ− মূল্য নেই, মূল্য নেয় ইত্যাদি।
বিশেষ পদগুচ্ছ
মূল্য দেওয়া: তাঁর কথার মূল্য দেওয়া সম্ভব ছিল না।
যৌগিকশব্দ তালিকা:
মূল্যজ্ঞাপক,
মূল্যজ্ঞাপন,
মূল্যবৃদ্ধি, মূল্যহীন,
মূল্যহ্রাস।
প্রত্যয়জাত শব্দ:
মূল্যবান