নকশা
বানান বিশ্লেষণ:
ন্+অ+ক্+অ+শ্+আ।
উচ্চারণ :
nɔk.ʃa
(নক্.শা)
শব্দ-উৎস:
আরবি নকশাহ্>বাংলা নকশা।
পদ:
বিশেষ্য
১. চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ।
২. কোনো পরিকল্পনার রেখাচিত্র। যেমন− বাড়ির নকশা।
৩. জায়গা-জমি বাড়ি ইত্যাদির অবস্থান, পরিমাণ, বিভাগ ইত্যাদি প্রদর্শনের জন্য সৃষ্ট মানচিত্র।
৪. চিত্রিত অলংকরণের জন্য ব্যবহৃত নকশা। যেমন−নকশা-কাটা চাদর।
ইংরেজি :
Design।
বিস্তারিত দেখুন:
নকশা [চিত্রকর্ম]