নভ
বানান বিশ্লেষণ: +অ+ভ্+অ।
উচ্চারণ: nɔ.bʰo (ন‌.ভো)

ন.ভো [ন একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। শেষের ভ ওকারন্ত হয়ে ভো হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত नभ (নভ)>বাংলা নভ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
নভ্ (হিংসা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { বায়ুমণ্ডল | গ্যাস | প্রবাহী | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
যা দৃষ্টিকে আচ্ছাদিত করে। এই অর্থে আকাশকে নভ বলা হয়।
সমার্থক শব্দাবলি: আকাশ, , গগন, দ্যু, নভ, নভঃ।
ইংরেজি:
sky