পুরুষ
বানান বিশ্লেষণ : ্+উ+র্+উ+ষ্+অ।
উচ্চারণ:
pu.ruʃ (পু.রুশ্)

পু =পু (উকারযুক্ত প্, একাক্ষর পু তৈরি করেছে।)

রুষ=রুশ্ (রু-ধ্বনি রুদ্ধ শ্-এর সাথে মিলিত হয়ে একাক্ষর রুশ্ তৈরি করেছে)

শব্দ-উৎস: সংস্কৃত पुरुष (পুরুষ)>বাংলা পুরুষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পুর্  (অগ্রগমন) + উষ (কুষন্)
পদ : বিশেষ্য


২. পুরুষ প্রতিনিধি, দূত [রাজপুরুষ
৩. পরিমাপ একক বিশেষ। পাঁচ অরতি পরিমাণ [পুরুষপ্রমাণ]
৫. বাংলা ব্যাকরণে কর্তার অবস্থানগত নাম। [উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ]
৬. বংশের সন্তান পরম্পরা [অধঃস্তন পুরুষ]
৭. আত্মা [অঙ্গুষ্ঠপুরুষ]