সেকেন্ড
[শে.কেন্ড্]
[se.kenɖ]
ইংরেজি
Second>বাংলা
সেকেন্ড।
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
সময়
একক
|
পরিমাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
১.১.অর্থ :আম্তর্জাতিক সময় এককের মূল একক। সিজিয়াম ১৩৩ (caesium 133) পরমাণুর নির্দিষ্ট দুই কক্ষের ভিতর ইলেক্ট্রন স্থানান্তরের সময় যে বিকিরণ ঘটে, তার পর্যায়কালের ৯,১৯২,৬৩১,৭৭০ গুণ সময়কে ১ সেকেণ্ড বলা হয়। এর আন্তর্জাতিক একক =s। ৬০ সেকেন্ড=১ মিনিট। [দেখুন : সেকেন্ড]
১.২.নিমেষকাল (সেকেণ্ডর ভিতর ঘটনাটি ঘটে গেল)।
১.৩. অল্পকাল (এক সেকেন্ড দাঁড়াও)
২. বিশেষণ (নাম-বিশেষণ, পূরকবাচক)
২.১. দ্বিতীয় (সেকেন্ড ক্লাস)
২.৩. প্রথম নয় এমন (সেকেন্ড হ্যান্ড)