সীমন্ত
বানান বিশ্লেষণ : স্+ঈ+ম্+অ+ন্+ত্+অ।

উচ্চারণ: ʃi.mɔn.t̪o (শি.মন্.)

সী =শি (ঈকারযুক্ত স্ ধ্বনি বাংলাতে শি উচ্চারিত হয়)
মন্ত =মন্‌.তো (ম-এর পরবর্তী ন্ত অংশের ন্ ধ্বনি একাক্ষর মন্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট ত ধ্বনি ওকারান্ত হয়ে তো
ধ্বনিতে পরিণত হয়।)

শব্দ-উৎস: সংস্কৃত सीमन्त (সীমন্ত)>বাংলা সী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সীমার অন্ত/
ষষ্ঠী তৎপুরুষ সমাস। (কেশবেশ অর্থে)। অন্যত্র সীমান্ত শব্দ তৈরি করে।
 

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | চুল | দেহাবরক | প্রাকৃতিক আবরক | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: মানুষের মাথার রক্ষিত চুলের বিভাজিত রেখা। সাধারণত চিরুনি দ্বারা চুলকে এক বা একাধিকভাগে বিভাজিত করে, এই রেখা তৈরি করা হয়। অনেক সময় পুরুষদের চুলে এই রেখা তৈরি করা হয় না। কিন্তু দীর্ঘ চুলের কারণে মেয়েরা এই রেখা তৈরি করে।
সমার্থক শব্দাবলি: কেশবীথী, সিঁথি, সীমন্ত সীমন্তক।