সবুজ
বানান বিশ্লেষণ:
স্+অ+ব্+উ+জ্+অ
উচ্চারণ:
ʃo.buɟ̪
(শো.বুজ্)।
শো.বুজ্ [পরবর্তী ই-ধ্বনির প্রভাবে আগের শ (স) ধ্বনি শো হয়। অবশিষ্ট বু এবং জ্ মিলে একাক্ষর বুজ্ ধ্বনি তৈরি করে।]
শব্দ-উৎস:
ফার্সি সব্জ>বাংলা
সবুজ।
পদ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বর্ণালিবিষয়ক রঙ | রঙ | দর্শন-স্বধর্ম | স্বধর্ম | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: মানুষ স্বাভাবিক দর্শনক্ষমতা দ্বারা রঙ হিসেবে চিহ্নিত করতে পারে, এমন একটি অনুভতিগত সত্তার প্রতীকী নাম। সাধারণভাবে একে বলা হয় সবুজ। হলুদ ও নীলের সংমিশ্রণে এই রঙের সৃষ্টি হয়।
সমার্থক শব্দাবলি: সবুজ, হরিৎ।
বর্ণালী অনুসারে রঙের ক্রমপরিবর্তনের ধারায় যত রঙ পাওয়া যায়, এদের খুব কাছাকাছি রঙ মানুষ আলাদা করে শনাক্ত করতে পারে না। কিন্তু এই ধারায় অনেকখানি দূরত্ব পেরিয়ে মানুষ আলাদা আলাদা রঙ হিসেবে শনাক্ত করতে। অবশ্য কিছু কিছু বর্ণান্ধ মানুষ অনেক রঙকে দেখতেই পায় না। মানুষের দেখার গড় মান অনুসারে রঙের ক্রম পরিবর্তনের ধারাকে চক্রাকারে সাজালে রঙচক্র পাওয়া যায়। রঙ চক্রে সমদূরত্বে ৩টি রঙ পাওয়া যায়। এই রঙ তিনটি হলো নীল, হলুদ ও লাল। এই কারণে এই তিনটি রঙকে বলা হয় প্রাথমিক রঙ। বাকি সকল রঙকে বলা হয় মিশ্র রঙ। হলুদ আর নীল রঙ মিলে তৈরি হয় সবুজ রঙ।
রঙিন টেলিভিশনে মৌলিক রঙ হিসেবে বিবেচনা করা হয় তিনটি রঙকে। এই রঙ তিনটি হলো লাল-সবুজ-নীল [RGB (Red-Green-Blue)]। এইমান বিচার করা হয় ২৫৬টি গাণিতিক মানে। এ ক্ষেত্রে সর্বোচ্চ মানটি হলো—২৫৫, আর সর্বনিম্ন মান হলো ০। ষোড়শাঙ্কিক (Hexadecimal) মানে এই সঙ্কেত ধরা হয়, যথাক্রমে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D F। প্রতিটি রঙের জন্য মোট ৬ অঙ্কের মান ব্যবহার করা হয়। এর ভিতর ৩ জোড়া অঙ্ক ব্যবহার করা হয়, মৌলিক রঙের জন্য। এক্ষেত্রে রঙের সর্বোচ্চ মান ধরা হয় FF। রঙের শূন্যতা অর্থে ব্যবহার করা হয় 00। এক্ষেত্রেও RGB (Red-Green-Blue) সূত্রই অনুসরণ করা হয়। দেখুন : [রঙের সঙ্কেত ও রঙের মান]
রঙের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সবুজকে শীতল, শান্ত, আনন্দময়, বন্ধুত্বপূর্ণ এবং সংযত রঙ বলা হয়। বর্ণালি চক্রে এর বিপরীত রঙ হলো লাল। মনে সাহস সঞ্চারে লাল রঙ বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি লাল রঙ উত্তেজনা সৃষ্টি করে।
২. বিশেষণ
অর্থ: ১ সবুজবর্ণ বিশিষ্ট।
সমার্থক শব্দাবলি: সবুজ, হরিৎ, হরিত।
উদাহরণ: সবুজ কাপড়, সবুজ কাগজ।
অর্থ:২ অল্প বয়স্ক মানব সন্তান।
সমার্থক শব্দাবলি: কাঁচা, তরুণ, সবুজ।
উদাহরণ: ওরে সবুজ ওরে আমার কাঁচা।
সূত্র :