হরিৎ
বানান বিশ্লেষণ: 
হ্+অ+র্+ই+ত্
উচ্চারণ: 
ɦo.rit̪
(হো.রিত্)।
হো.রিত্ [পরবর্তী ই-ধ্বনির প্রভাবে আগের হ ধ্বনি হো হবে। পরবর্তী রি ধ্বনির সাথে ত্ যুক্ত হয়ে একাক্ষর রিৎ উচ্চারিত হবে। ]
শব্দ-উৎস: 
সংস্কৃত
हरित् 
(হরিত্)>বাংলা
হরিৎ।
রূপতাত্ত্বিক 
বিশ্লেষণ: হরিৎ {√হৃ
(হরণ করা 
বা লওয়া) +ইৎ 
(ইতি),
কর্তৃবাচ্য} 
	
পদ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | বর্ণালিবিষয়ক রঙ | রঙ | দর্শন-স্বধর্ম | স্বধর্ম | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: মানুষ স্বাভাবিক দর্শনক্ষমতা দ্বারা রঙ হিসেবে চিহ্নিত করতে পারে, এমন একটি অনুভতিগত সত্তার প্রতীকী নাম। সাধারণভাবে একে বলা হয় সবুজ। হলুদ ও নীলের সংমিশ্রণে এই রঙের সৃষ্টি হয়।
[দেখুন : সবুজ]
সমার্থক শব্দাবলি: সবুজ, হরিৎ, হরিত।
২. বিশেষণ
অর্থ: হরিৎবর্ণ বিশিষ্ট।
সমার্থক শব্দাবলি: সবুজ, হরিৎ, হরিত।
উদাহরণ: সবুজ কাপড়, সবুজ কাগজ।
সূত্র :