সম্পর্ক
বানান বিশ্লেষণ: স্+অ+ম্+প্+অ+র্+ক্+অ
উচ্চারণ:
ʃɔm.pɔrk.ko
(সম্.পর্ক.কো্)
শব্দ-উৎস:
সংস্কৃত
সম্পর্ক>
বাংলা
সম্পর্ক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সম্-√পৃচ্ (বন্ধন)+
অ (ঘঞ্),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সম্পর্ক |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ:
কোনো কিছুর সাথে সম্বন্ধ, সংযোগ, আত্মীয়তা ইত্যাদি।
সমার্থক শব্দাবলি:
১. সম্বন্ধ (গ্রাম সম্পর্কে চাচা)
২. সংযোগ, সংস্রব, যযোগাযোগ (গ্রামের সাথে আমাদের বড় বেশি সম্পর্ক নেই)
৩. আত্মীয়তা, আত্বীয়তা সূত্র (সম্পর্কে তিনি আমার চাচা)
৪. মেলন, মৈথুন, সহবাস, সঙ্গম (যৌনসম্পর্ক)
ইংরেজি:
relation
যৌগিক শব্দাবলি:
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ৬৮২
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ২১৪৮
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ
২০০৫। পৃষ্ঠা:
১১২৬
- বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ২০১৭
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র।
দোলযাত্রা ১৩৯৭। পৃষ্ঠা:
৮৯৯
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
কলিকাতা। পৃষ্ঠা:
৯৯৯
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক
সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা:
৮৬৭
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা:
৮২৯
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা:
৭৯৭
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০। পৃষ্ঠা:
৬৪৯
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: ১৩৮৫
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা:
৮১৫
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি,
হুগলী। ১৪০৮। পৃষ্ঠা:
৪৫২
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার।
১২৯৫। পৃষ্ঠা:
১৫৭৪
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা:
১২৪৬
wordnet 2.1