সম্পর্ক
বানান বিশ্লেষণ: স্+অ+ম্+প্+অ+র্+ক্+অ
উচ্চারণ:
ʃɔm.pɔrk.ko (সম্.পর্ক.কো্)
শব্দ-উৎস: সংস্কৃত সম্পর্ক> বাংলা সম্পর্ক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সম্-√পৃচ্ (বন্ধন)+ অ (ঘঞ্), ভাববাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো কিছুর সাথে সম্বন্ধ, সংযোগ, আত্মীয়তা ইত্যাদি।
সমার্থক শব্দাবলি:
১. সম্বন্ধ (গ্রাম সম্পর্কে চাচা)
২. সংযোগ, সংস্রব, যযোগাযোগ (গ্রামের সাথে আমাদের বড় বেশি সম্পর্ক নেই)
৩. আত্মীয়তা, আত্বীয়তা সূত্র (সম্পর্কে তিনি আমার চাচা)
৪. মেলন, মৈথুন, সহবাস, সঙ্গম (যৌনসম্পর্ক)
ইংরেজি:
relation

যৌগিক শব্দাবলি:


সূত্র: