সৌন্দর্য
বানান বিশ্লেষণ :
স্+ঔ+ন্+দ্+অ+র্+য্+অ
উচ্চারণ
: ʃoun.d̪orɟ.ɟo
(সৌন্.দোর্জ্.জো)
সৌন্দর্য=শৌন্.দোর্জ্.জো (ঔকারযুক্ত সৌ বাংলাতে শৌ ধ্বনি সৃষ্টি করে। এই শৌ পরবর্তী ন্দ-এর ন্ -এর সাথে যুক্ত হয়ে একাক্ষর 'শৌন্' ধ্বনি তৈরি করে। অবশিষ্ট দ ধ্বনিটি দো-তে পরিণত হয়। কিন্তু এই দো পরবর্তী র্য ধ্বনির সাথে যুক্ত হওয়ার সময় 'র্য'-এর বিভাজিত ধ্বনির সাথে সম্পর্কিত হয়। রেফ-যুক্ত র্য-এর উচ্চারণ, বাংলাতে র্জ হিসেবে উপস্থাপিত হয় এবং জ এর দ্বিত্ব উচ্চারণ ভাবের সৃষ্টি করে। এক্ষেত্রে র্জ.জ-এর পূর্বাংশ দো-এর সাথে যুক্ত হয়ে 'দোর্জ্' একাক্ষর হিসেবে প্রকাশ পায়। অবশিষ্ট জ-ধ্বনি জো-তে পরিণত হয়।
শব্দ-উৎস :
সংস্কৃত
सौन्दर्य्य
সৌন্দর্য্য>বাংলা
সৌন্দর্য্য>সৌন্দর্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সুন্দর {
সু-Öউন্দ্
(আর্দ্র হওয়া) +অর্} +য
(ষ্যঞ্), ক্লীবলিঙ্গ=সৌন্দর্য্য>দ্বিত্ব বর্জনে সৌন্দর্য।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
বাহ্যিকগুণ
|
বৈশিষ্ট্য-গুণ
|
সত্তাগুণ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ : এমন একটি বাহ্যিকগুণ যা, জ্ঞানেন্দ্রিয়কে আনন্দ দান করে।
সমার্থক শব্দাবলি: চারুতা, রূপ, সুন্দরভাব, শ্রী।
দেখুন: সৌন্দর্য (নন্দনতত্ত্ব)