ভুবনেশ্বরী
বানান
বিশ্লেষণ :
ভ্+উ+ব্+অ+ন্+এ+শ্+ব্+অ+র্+ঈ।
উচ্চারণ
:
শব্দ-উৎস:
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে- দুর্গা দেবীর দশমহাবিদ্যার রূপের একটি রূপ। দুর্গা এই রূপে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ ও চন্দ্রে সর্বদা অধিষ্ঠিতা থাকেন এবং ত্রিজগতের সৃষ্টি ও স্থিতিকে সুসংহত করেন। ভুবনেশ্বরীকে মহাদেবের প্রলয় শক্তির উৎস হিসেবেও বিবেচনা করা হয়। চতুর্ভুজা মূর্তিতে এঁর পূজা করা হয়। এর চারটি হাতে রয়েছে জ্ঞানমুদ্রা, জপমালা, কলস ও পুস্তক। এঁর গায়ের রঙ সোনার মতো, পিঠের উপর ছড়ানো মনোহর চুল। ইনি লক্ষ্মীস্বরূপা এবং অভয়দানকারিণী হিসাবে পূজিতা হন।