ব্রাহ্মণ সেবধি ব্রাহ্মণ ও মিসিনরি সম্বাদ

তৎকালীন খ্রিষ্টান মিশনারিদের হিন্দু ধর্মের উপর আক্রমণাত্মক লেখালেখির সূত্রে এই পত্রিকার সূচনা হয়েছিল। ১৮২১ খ্রিষ্টাব্দের ১৪ই জুলাই ' সমাচার দর্পণ' পত্রিকায় একটি পত্র প্রকাশিত হয়। এই পত্রের শিরোনাম ছিল “কোন বিজ্ঞ ব্যক্তি দূর দেশ হইতে কয়েক প্রশ্ন সম্বলিত”। রাজা  রামমোহন রায় এই পত্র পাঠ করে অনুমান করেন যে, এই পত্রটির দ্বারা মিশনারিরা হিন্দু ধর্মের উপর আক্রমণ করেছে। এর প্রতিবাদস্বরূপ রামমোহন রায় তাঁর গুরু শিবপ্রসাদ শর্মার নামে পত্রে প্রকাশিত প্রশ্নের জবাব ' সমাচার দর্পণ'-এ পাঠান। ১৮২১ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর ' সমাচার দর্পণ' সম্পাদক মন্তব্য লেখেন। মন্তব্যটি হলো-

“অজিজ্ঞাসিতাভিধান দোষ বহিষ্কৃত করিয়া কেবল সাময়িক সাহিত্য ষড়দর্শনের দোষোদ্ধার পত্র ছাপাইতে অনুমতি দেন তবে ছাপাইবার বাধা নাই অন্যথা সর্ব্ব সমেত অন্যত্র ছাপাইতে বাসনা করেন তাহাতেও হানি নাই ।”

এরপর রামমোহন রায় শিবপ্রসাদ শর্মার নামে একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। এর নাম ছিল

''Brahmunical Magazine. The Missionary and the Brahmun No. 1 ব্রাহ্মণ সেবধি ব্রাহ্মণ ও মিসিনরি সম্বাদ সং ১ 1821

এই পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৮২১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে। এরপর এই বৎসরে এর আরো দুটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির এক পৃষ্ঠায় বাংলা এবং অপর পৃষ্ঠায় এর ইংরেজি অনুবাদ থাকতো। পত্রিকটি কত মাস প্রকাশিত হয়েছিল, সে বিষয়ে জানা যায় নি।


সূত্র :

  • বাংলা সাময়িক সাহিত্য (১৮১৮-১৮৬৭)। শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী। ১৯৬৪।