মানসী ও মর্ম্মবাণী
বাংলা মাসিক সাহিত্য পত্রিকা।

মাসিক '
মানসী' ও সাপ্তাহিক 'মর্ম্মবাণী' পত্রিকা দুটি একত্রিত হয়ে প্রকাশিত হলে- পত্রিকাটির নামকরণ করা হয় 'মানসী ও মম্মবাণী'।

উল্লেখ্য
মানসর ৮ম বর্ষ ১ম সংখ্যাটি (১৩২২-২৩ বঙ্গাব্দ) সাপ্তাহিক 'মম্মবাণী'র সাথে যুক্ত হয়েছিল। উল্লখ্য, এই সময় পর্যন্ত 'মর্ম্মবাণী'র মোট ২৫টি সংখ্যা প্রকাশিত হয়েছিল।

এই সময় 'মানসী'র সম্পাদক ছিলেন জগদিনাথ রায় এবং 'মম্মবাণী'র সম্পাদক ছিলেন জগদ্রিনাথ রায় ও অমূল্যচরণ বিদ্যাভূষণ। নতুন 'মানসী ও মর্ম্মবাণী'র সম্পাদক হলেন- জগদ্রিনাথ রায় ও প্রভাতকুমার মুখোপাধ্যায়।

১৩৩৩ বঙ্গাব্দের আষাঢ় সংখ্যা পর্যন্ত প্রভাতকুমার মুখোপাধ্যায় এককভাবে সম্পাদক হিসাবে পত্রিকা প্রকাশ করেন। ১৩৩৩ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যা থেকে ১৩৩৬ বঙ্গাব্দ পর্যন্ত প্রভাতকুমার মুখোপাধ্যায়ের সাথে যুগ্ম-সম্পাদক ছিলেন যোগীন্দ্রনাথ রায়। উল্লেখ্য অর্থনৈতিক দুরবস্থার কারণে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।