মর্মবাণী
বাংলা
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা।
নাটোরের মহারাজ জগন্দ্রিনাথের উদ্যোগে এই
পত্রিকাটি প্রকাশিত হয়। সুবোধচন্দ্র দত্ত, অমূল্যচরণ বিদ্যাভূষণ ও জগদিন্দ্রনাথের
সিদ্ধান্ত অনুসারে, এই পত্রিকার নাম রাখা হয় 'মর্ম্মবাণী'। শ্রীমানি বাজারের সামনে
দোতলা থেকে, বৃহস্পতিবার, ১৩ শ্রাবণ ১৩২২ বঙ্গাব্দে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত
হয়।
পত্রিকাটির কার্যকরী পরিষদ :
সম্পাদক : জগদিন্দ্রনাথ ও অমূল্যচরণ বিদ্যাভূষণ
সহকারী সম্পাদক : হেমেন্দ্রকুমার রায়
কার্য্যাধ্যক্ষ : বাণীনাথ নন্দী
১৩ শ্রাবণ ১৩২২ বঙ্গাব্দ থেকে ১৩ মাঘ ১৩২২ বঙ্গাব্দ পর্যন্ত এই পত্রিকার মোট ২৫টি
সংখ্যা প্রকাশিত হয়েছিল। নানা কারণে এই পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ব্যক্তিরা
ঋণগ্রস্থ হয়ে পড়েন। পরে গোয়াতে বসবাসরত জগদিন্দ্রনাথ এর সমুদয় ঋণ পরিশোধ করেন। এবং
শেষ পর্যন্ত এই পত্রিকা বন্ধ হয়ে যায়।
পরে এই পত্রিকাটি 'মানসী' নামক অপর একটি
মাসিক পত্রিকার সাথে যুক্ত হয়ে নূতনভাবে প্রকাশিত হয়। তখন তার নাম হয়- 'মানসী ও মর্মবাণী'।
উল্লেখ্য মানসী'র ৮ম বর্ষ ১ম সংখ্যা (১৩২২-২৩ বঙ্গাব্দ) থেকে 'মর্ম্মবাণী'র সাথে
যুক্ত হয়ে 'মানসী ও মর্ম্মবাণী' নামে প্রকাশিত হতে শুরু করে।