নাচঘর
চলচ্চিত্র বিষয়ক
পত্রিকা।
১৩৩১
বঙ্গাব্দের ২৬শে বৈশাখ (শুক্রবার ৯ মে ১৯২৪)
হেমেন্দ্রকুমার রায় ও
প্রেমাঙ্কুর আতর্থী-র যৌথ সম্পাদনায়, কলকাতার ২২ নম্বর
সুকিয়া স্ট্রীট থেকে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা।
এর প্রথম সংখ্যায় ঘোষণা ছিল- নাচঘরে প্রধানত বাংলার রঙ্গমঞ্চ ও বায়োস্কোপ এবং
বিভিন্ন আমোদ-প্রমোদ, নৃত্যগী ও ললিত কলা বিষয়ক লেখা ও ছবি প্রকাশিত হইবে- ইহাতে
কোনরূপ রাজনৈতিক আলোচনা থাকিবে না।
১৩৩৪ বঙ্গাব্দে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন হেমেন্দ্রকুমার রায়
ও নলিনীমোহন রায়চৌধুরী। এর সর্বশেষ সম্পাদক ছিলেন
হেমেন্দ্রকুমার রায়।