সঙ্গীত সমালোচনী
সঙ্গীতবিষয়ক মাসিক পত্রিকা।

এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৭২ খ্রিষ্টাব্দে (আশ্বিন ১২৭৯ বঙ্গাব্দ)। পত্রিকাটির সম্পাদনা করেছিলেন
ক্ষেত্রমোহন গোস্বামী। পত্রিকাটি প্রকাশিত হয়েছিল পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়ির শৌরীন্দ্রমোহন ঠাকুরের  উদ্যোগে।

১৮৭১ খ্রিষ্টাব্দে শৌরীন্দ্রমোহন ঠাকুর এবং কিছু সঙ্গীতগুণী কলকাতায় 'বঙ্গ সঙ্গীতবিদ্যালয়' স্থাপন করেছিলেন। ওই সঙ্গীত বিদ্যালয়ের প্রচার এবং সঙ্গীতশিক্ষার্থীদের সহায়তা দানের জন্য এই পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। পত্রিকাটি প্রকাশিত হতো কলকাতার ৫২ নম্বর হিদারাম ব্যানার্জি লেন থেকে। এরপর পত্রিকাটি প্রকাশিত হয়েছে ২ নম্বর হল্‌ওয়েল্‌স্ লেন থেকে। পত্রিকাটির মূল্য ছিল ছয় আনা।

এই পত্রিকার নামে মাত্র সম্পাদক ছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী। পত্রিকার প্রধান লেখক এবং সম্পাদনার দায়িত্ব পালন করতেন শৌরীন্দ্রমোহন ঠাকুর। এতে স্থান পেতো সমকালীন গানের স্বরলিপি, বিভিন্ন সঙ্গীতগ্রন্থের আলোচনা এবং সাধারণ সঙ্গীতবিষয়ক তথ্যাদি। তবে এই পত্রিকা খুব বেশি দিন চলে নি।