লতিফা
বানান বিশ্লেষণ : ল্+অ+ত্+ই+ফ্+আ
উচ্চারণ:
lo.t̪i.fa  (লো.তি.ফা)
শব্দ-উৎস: আরবি লতিফা> বাংলা লতিফা।
পদ: বিশেষ্য
অর্থ: সুফি দর্শনে একটি পারিভাষিক শব্দ। সুফি মতে, মানুষের অন্তরে অবস্থিত কতিপয় নির্দিষ্ট স্থান। ধ্যানরত অবস্থায় আল্লাহর জ্যোতি এই সব স্থানে অবতীর্ণ হয়। অবস্থানের বিচারে মানবদেহে ১০টি লতিফা রয়েছে। এগুলো হলো- মানুষের সাথে সকল সময় থাকে আব, আতস, খাক ও বাতাস। মূলত পঞ্চভূতের চারটি দেহের চালিকা শক্তিকে বা ভিত্তি করে এই চারটি লতিফা বিরাজ করে। বাকি ছয়টি লতিফা (কাল্‌ব, রুহু, শিররুন, খাফি, আখ্ফা, নাফস) হলো সাধনার। তাই সাধকরা ছাড়া এই লতিফার সাধনা করতে পারেন না।