হোহ্‌লেনস্টেইন স্টাডেলের সিংহমানব
Lion Man of Hohlenstein Stadel

জার্মানীর সোয়াবিয়ান আল্প্‌স পার্বত্য উপত্যাকার স্টাডেল-হোহ্‌লে গুহায় প্রাপ্ত হাতির দাঁতের তৈরি সিংহমানব মূর্তি। ১৯৩৯ খ্রিষ্টাব্দে এই মূর্তিটি আবিষ্কার করেছিলেন প্রত্নততত্ত্ববিদ রবার্ট ওয়েট্জেল। প্রাকৃতিক ভূ-উত্থানের মাধ্যমে সৃষ্ট চুনাপাথরের পাহাড়ের অভ্যন্তরে এই গুহাটি তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই মূর্তিটির কথা প্রায় বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছিল। ১৯৬৭-৬৮ খ্রিষ্টাব্দের ভিতরে এই মূর্তি কয়েকটি খণ্ডে পাওয়া যায়। ১৯৬৯ খ্রিষ্টাব্দে এর খণ্ডাংশগুলো জোড়া লাগিয়ে আগের রূপ দেওয়া হয়।

ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব ৩ হাজার অব্দের দিকে ক্রো-ম্যাগনানদের অরিগ্ন্যাসিয়ান সভ্যত'র মানুষ এই মূর্তিটি তৈরি করেছিল। শিল্পী ধারালো চকমকি পাথরের কর্তন যন্ত্র ব্যবহার করে ম্যামোথের গজদন্তের গায়ে খোদিত করে এই মূর্তিটি তৈরি করেছিলেন। এর উচ্চতা ১১ ইঞ্চি (২৯ সেন্টিমিটার)। এই মূর্তিটি দেহটি মানুষের এবং মাথাটি সিংহের

সূত্র: