টুক ডি অডৌবের্ট বাইসনের ভাস্কর  
(Tuc d'Audoubert' bison-Sculpture)


দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের 'টুক ডি অডৌব' গুহায় প্রাপ্ত প্রাচীন বাইসনের ভাস্কর্য। এই অঞ্চলের তিনটি গুহাকে  একত্রে তিন-ভাই বলা হয়। অপর দুটি গুহা হলো- টোরিস গুহা এবং এন্‌লেনে গুহা।

এই গুহটি মূলত বাইসনের ভাস্কর্যের জন্য বিখ্যাত। ধারণা করা হয়,
ক্রো-ম্যাগনানদের তৃতীয় স্তরের সোলুট্রিয়ান সভ্যতায় প্রায় খ্রিষ্টপূর্ব ১৫-১৩ হাজার অব্দের ভিতরে এই মূর্তিটি তৈর করা হয়েছিল।

এর দৈর্ঘ্য প্রায় ২ ফুট, উচ্চতা ১৮ ইঞ্চি। মূরতিটি তৈরি করা হয়েছিল কাদামাটি দিয়ে।

এই বাইসেনর মূর্তি দুটি ছাড়াও পাওয়া গেছে অঙ্কিতচিত্র ও খোদাইচিত্র।


ূত্র: