ফিফা ফুটবল বিশ্বকাপ (পুরুষ) : প্রথম (১৯ িটাব্দ)
 

১৯৩০ খ্রিষ্টাব্দের বিশ্বকাপ ফুটবলের পোস্টার

১৯৩০ খ্রিষ্টাব্দে প্রদেয় ট্রফি

১৯৩০ খ্রিষ্টাব্দে Federation Internationale de Football Association সংক্ষেপে FIFA(ফিফা) কর্তৃক প্রবর্তিত পুরুষদের জন্য বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা  শুরু হয়। পুরুষদের বিশ্বকাপ ফুটবলের জন্য  FIFA World Cup Trophy (ফিফা বিশ্বকাপ ট্রফি) নির্ধারণ করা হয়। এর মূল নাম ছিল 'ভিক্টোরি'। তবে সাধরণভাবে একে বলা হতো 'বিশ্বকাপ'। ফরাসি ভাষায় এর নাম ছিল 'কোউপ ডু মোন্ড' (Coupe du Monde)।

১৯২৯ খ্রিষ্টাব্দে ফিফা প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজনের স্থান নির্ধরাণের জন্য বার্সেলোনা সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বসে। এই সেমিনারে সর্বসম্মতিক্রমে উরুগুয়েকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। পরে এই বিশ্বকাপের আয়োজনের সময়কাল নির্ধারণ করা হয় ১৯৩০ খ্রিষ্টাব্দের জুলাই ১৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত। মোট খেলা হয়েছিল ১৮টি।

 

উল্লেখ্য ১৯৩০ খ্রিষ্টাব্দে উরুগুয়ে স্বাধীনতার শতবর্ষে পা দিয়েছিল। এছাড়াও উরুগুয়ে ফুটবল দল সফল ভাবে ১৯২৮ গ্রীষ্ম অলিম্পিকে ফুটবল শিরোপা জিতেছিল। এরই সম্মানে উরুগুয়েকে এই আয়োজনের অধিকার দেওয়া হয়েছিল।

 

এই প্রতিযোগিতায় মোট ১৩টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে ছি আমেরিকা অঞ্চলের ৯টি ও ইউরোপের ৪টি দল। ভ্রমণের খরচ ও সময় বিবেচনা করে অনেক ইউরোপীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রকে বাছাই করে পৃথক গ্রুপে রাখা হয়েছিল। কোন বাছাই পর্ব না থাকায় উদ্বোধনী দুটি ম্যাচই একই সাথে ১৩ই জুলাই অনুষ্ঠিত হয়েছিল। 

প্রাথমিক পর্যায়ে ১৩টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছিল। এই ভাগগুলো হলো।

গ্রুপ ১: আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স ও মেক্সিকো।

গ্রুপ ২: দ্বিতীয় গ্রুপে অংশ নিয়েছিল ব্রাজিল, বলিভিয়া এবং যুগোশ্লাভিয়া।
গ্রুপ ৩:
উরুগুয়ে, পেরু ও রোমানিয়া।
গ্রুপ ৪: মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও বেলজিয়াম

প্রথম পর্যায়ের খেলা কালানুক্রমিক বিবরণ।

 

প্রথম খেলা  
তারিখ   : জুলাই ১৩, ১৯৩০।
সময়   : ১৫:০০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : ফ্রান্স ও মেক্সিকো।
ফলাফল: : ৪ – ১
গোলদাতা: ফ্রান্স : লাউরেন্ট ১৯ মিনিট,  ল্যাঙ্গিলার ৪০ মিনিট, ম্যাসিনোট ৮৭ মিনিট
মেক্সিকো: ক্যারেনো ৭০ মিনিট
দর্শক : +৩০০০
রেফারি: : লম্বার্ডি (উরুগুয়ে)

 

দ্বিতীয় খেলা  
তারিখ   : জুলাই ১৩, ১৯৩০।
সময়   : ১৫:০০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।
ফলাফল: : ৩ – ০
গোলদাতা: মার্কিন যুক্তরাষ্ট্র : ম্যাকঘি ৪১, ৪৫ মিনিট,  প্যাটেনায়ুদে ৮৮ মিনিট
দর্শক : +১৫০০০
রেফারি: : ম্যাসিয়াস (আর্জেন্টিনা)

 

তৃতীয় খেলা  
তারিখ   : জুলাই ১৪, ১৯৩০।
সময়   : ১৪:৫০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : রোমানিয়া ও পেরু।
ফলাফল: : ৩-১
গোলদাতা: রোমানিয়া : দেসু ১ মিনিট। বারবু ৮৫ মিনিট। স্টানচিউ ৮৬
পেরু:
সয়ুজা ফেরেইয়া  ৭৫ মিনিট
 
দর্শক : +২,০০০
রেফারি: : ওয়ার্নকেন (চিলি)

 

চতুর্থ খেলা  
তারিখ   : জুলাই ১৪, ১৯৩০।
সময়   : ১২:৪৫
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : যুগোশ্লাভিয়া ও ব্রাজিল।
ফলাফল: : ২-১
গোলদাতা: যুগোশ্লাভিয়া : তিরনার্নিক ২১। বেক ৩০ মিনিট।
ব্রাজিল:
প্রেগুইন্‌হো  ৬২ মিনিট
 
দর্শক : +২০,০০০
রেফারি: : তেজাদা (উরুগুয়ে)

 

পঞ্চম খেলা  
তারিখ   : জুলাই ১৫, ১৯৩০।
সময়   : ১৬:০০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফলাফল: : ১-০
গোলদাতা: আর্জেন্টিনা :মোন্টি ৮১ মিনিট
দর্শক : +১৮০০০
রেফারি: : রেগে (ব্রাজিল)

 

ষষ্ঠ খেলা  
তারিখ   : জুলাই ১৬, ১৯৩০।
সময়   : ১৪:৪৫
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : চিলি ও মেক্সিকো।
ফলাফল: : ৩-০
গোলদাতা: চিলি : সাবিয়াব্রে  ৩' ও ৫২ মিনিট, ভিদাল ৬৫ মিনিট
দর্শক : +৭০০০
রেফারি: : ক্রস্টোফে (বেলজিয়াম)

 

সপ্তম খেলা  
তারিখ   : জুলাই ১৭, ১৯৩০।
সময়   : ১২:৪৫
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : যুগোশ্লাভিয়া ও  বলিভিয়া।
ফলাফল: : ৪-০
গোলদাতা: যুগোশ্লাভিয়া : বেক ৩০, ৬৭ মিনিট। মার্জানোভিক ৬৫ মিনিট। ভুজাদিনোভিক ৮৫ মিনিট
 
দর্শক : +২০,০০০
রেফারি: : মাতেয়ুস্সি (উরুগুয়ে)

অষ্টম খেলা  
তারিখ   : জুলাই ১৭, ১৯৩০।
সময়   ::৪৫
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : মার্কিন যুক্তরাষ্ট্র ও  প্যারাগুয়ে।
ফলাফল: : ৩-০
গোলদাতা:  : মার্কিন যুক্তরাষ্ট্র প্যাটেনায়ুদ ১০, ১৫, ৫০ মিনিট
 
দর্শক : +২০,০০০
রেফারি: : মেসিয়াস (আর্জেন্টিনা)
 
নবম খেলা  
তারিখ   : জুলাই ১৮, ১৯৩০।
সময়   : ১৪:৫০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : উরুগুয়ে ও পেরু।
ফলাফল: : ১-০
গোলদাতা: উরুগুয়ো : ক্যাস্টো ৬৫ মিনিট।
 
দর্শক : +৮৫,০০০
রেফারি: : ল্যাঙ্গেনুস (বেলজিয়াম)

 

দশম খেলা  
তারিখ   : জুলাই ১৯, ১৯৩০।
সময়   : ১২:৫০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : চিলি ও ফ্রান্স।
ফলাফল: : ১-০
গোলদাতা: চিলি : সাবিয়াব্রে  ৬৫ মিনিট
দর্শক : +৫০,০০০
রেফারি: : তেজাদা (উরুগুয়ে)

 

একাদশ খেলা  
তারিখ   : জুলাই ১৯, ১৯৩০।
সময়   : ১৫:০০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : আর্জেন্টিনা ও মেক্সিকো।
ফলাফল: : ৬-৩
গোলদাতা: আর্জেন্টিনা : স্তাবিলে ৮, ৪৫, ৮০ মিনিট। জুমেলজু ১২, ৫৫ মিনিট। ভারাল্লো ৫৩ মিনিট
মেক্সিকো: রোসাস ৪২ মিনিট (পেনাল্টি), ৬৫ মিনিট। গ্যায়োন ৭৫ মিনিট
 
দর্শক : +৫০,০০০
রেফারি: : সাউসিডো (বলিভিয়া)

 

দ্বাদশ খেলা  
তারিখ   : জুলাই ২০, ১৯৩০।
সময়   : ১৫:০০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : প্যারাগুয়ে ও  বেলজিয়াম।
ফলাফল: : ১-০
গোলদাতা: প্যারাগুয়ে : ভার্গাস পেরিয়া ৪০ মিনিট।
 
দর্শক : +১২,০০০
রেফারি: : ভাল্লারিও (উরুগুয়ে)
 
ত্রয়োদশ খেলা  
তারিখ   : জুলাই ২০, ১৯৩০।
সময়   : ১৩:০০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : ব্রাজিল ও  বলিভিয়া।
ফলাফল: : ৪-০
গোলদাতা: ব্রাজিল : মোডেরাতো ৩৭, ৭৩ মিনিট। পরেগুইন্‌হো ৫৭, ৮৩ মিনিট।
 
দর্শক : +১২,০০০
রেফারি: : বালওয়ে (ফ্রান্স)
 

 

চতুর্দশ খেলা  
তারিখ   : জুলাই ২১, ১৯৩০।
সময়   : ১৪:৫০
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : উরুগুয়ে ও রোমানিয়া।
ফলাফল: : ৪-০
গোলদাতা: উরুগুয়ো : দোরাদো মিনিট। স্ক্যারোনে ২৬ মিনিট। এ্যান্সেলম্ ৩১ মিনিট। সিয়া ৩৫ মিনিট
 
দর্শক : +৮০,০০০
রেফারি: : রেগা (ব্রাজিল)

 

পঞ্চদশ খেলা  
তারিখ   : জুলাই ২২, ১৯৩০।
সময়   : ১৪:৪৫
স্থান        : মন্টিভিডিও
প্রতিযোগী দল: : আর্জেন্টিনা ও চিলি।
ফলাফল: : ৩-১
গোলদাতা: আর্জেন্টিনা : স্তাবিলে ১২, ৩৯ মিনিট। এভারিস্তো ৮১ মিনিট।
চিলি:
সাবিয়াব্রে  ১৫ মিনিট
 
দর্শক : +৩৫,০০০
রেফারি: : ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)
 

 

প্রথম পর্বের শেষে গ্রুপ অনুসারে যে পয়েন্ট তালিকা পাওয়া যায় , তা হলো

গ্রুপ ১

দল খে ড্র হা গোপ গোবি
 আর্জেন্টিনা ১০
 চিলি
 ফ্রান্স
 মেক্সিকো ১৩

গ্রুপ ২

দল খে ড্র হা গোপ গোবি
 যুগোস্লাভিয়া
 ব্রাজিল
 বলিভিয়া

গ্রুপ ৩

দল খে ড্র হা গোপ গোবি
 উরুগুয়ে
রোমানিয়া
পেরু

 

গ্রুপ ৪

দল খে ড্র হা গোপ গোবি
 মার্কিন যুক্তরাষ্ট্র
 প্যারাগুয়ে
 বেলজিয়াম

 

 

গ্রুপ পর্যায়ের চারটি বিজয়ী দলকে সেমিফাইনালের যোগ্য বিবেচনা করা হয়। এই ৪টি দল দুটি সেমিফাইনাল খেলে। প্রথম সেমিফাইনাল হয় আর্জেন্টিনা (গ্রুপ ১) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ ৪)। দ্বিতীয় সেমিফাইনাল খেলে উরুগুয়ে (গ্রুপ ৩) এবং যুগোশ্লাভিয়া (গ্রুপ ২)।

১৬তম খেলা : প্রথম সেমিফাইনাল।
আর্জেন্টিনা (গ্রুপ ১) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ-৪)
২৬শে জুলাই। ১৪.৪৫টা।
স্থান: মন্টিভিডিও

ফলাফল: আর্জেন্টিনা ৬, মার্কিন যুক্তরাষ্ট্র
গোলাদাতা: আর্জেন্টিনা- মোন্টি ২০ মিনিট, স্কোপেল্লি ৫৬ মিনিট, স্তাবিলে ২০, ৩১ মিনিট, পেউসেল্লে ৮০, ৮৫ মিনিট।
                মার্কিন যুক্তরাষ্ট্র- ব্রাউন ৮৯ মিনিট।

দর্শক: +৬০,০০০
রেফারি: ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)

 

১৭তম খেলা : দ্বিতীয় সেমিফাইনাল।
উরুগুয়ে (গ্রুপ ৩) এবং যুগোশ্লাভিয়া (গ্রুপ ২)
২৭শে জুলাই। ১৪.৪৫টা।
স্থান: মন্টিভিডিও

ফলাফল: উরুগুয়ে ৬,  যুগোশ্লাভিয়া ১
গোলাদাতা: উরুগুয়ে- সিয়া ১৮, ৬৭, ৭২ মিনিট, এযানসেলিমো ২০, ৩১ মিনিট, ইরিয়ার্তে ৬১ মিনিট।
               যুগোশ্লাভিয়া- সেকুলিক ৪ মিনিট

দর্শক: +৮০,০০০
রেফারি: রেগে (ব্রাজিল)

 

১৮তম খেলা : ফাইনাল।
উরুগুয়ে এবং আর্জেন্টিনা
৩০শে জুলাই। ১৫.৩০টা।
স্থান: মন্টিভিডিও

ফলাফল: উরুগুয়ে ৪,  আর্জেন্টিনা ২
গোলাদাতা: উরুগুয়ে- দোরাদো ১২ মিনিট, সিয়া ৫৭ মিনিট, ইরিয়ার্তে ৬৮ মিনিট, কাস্ত্রো ৮৯ মিনিট।
               আর্জেন্টিনা- পিউসিল ২০ মিনিট, স্তাবিলে ৩৭ মিনিট

দর্শক: +৯৩,০০০
রেফারি: ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)

 

প্রথম বিশ্বকাপের উল্লেখযোগ্য ঘটনাবলি: