পিরামিড
ইংরেজি: Pyramid

পিরামিড মূলত এক ধরনের ত্রিমাত্রিক জ্যামিতিক নকশা। এই নকশার ভূমি হয় একটি বহুভুজাকৃতির ক্ষেত্র। এই ক্ষেত্রের প্রতিটি বাহু থেকে ত্রিভুজাকার ক্ষেত্র উপরের দিকে একটি বিন্দুতে মিলিত হয়। এর ফলে যে ত্রিমাত্রিক অবয়ব তৈরি হয়, তাকেই বলা হয় পিরামিড নকশা। [ দেখুন : পিরামিড (জ্যামিতিক)]

পিরামিডের এই নকশার ধারণা গণিত শাস্ত্রে প্রবেশ করেছে প্রাচীন মিশর স্থাপনা অনুসরণে। মূলত পিরামিড বলতে জ্যামিতিক নকশার চেয়ে অধিকতর প্রাধান্য পায়, মিশরের পিরামিড নামক স্থাপত্য। যদিও পিরামিড বলতে  মিশর পিরামিডকেই মনে পড়ে। মিশর ছাড়া পিরামিড পাওয়া গেছে সুদান, ইথিওপিয়া, পশ্চিম এশিয়া, গ্রীস, সাইপ্রাস, ইতালি, ভারত , থাইল্যান্ড, মেক্সিকো , দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে। তবে এদের ভিতরে মিশর এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার পিরামিড নিয়ে সর্বাধিক আলোচনা হয়ে থাকে।

সূত্র :

http://www.usatoday.com/tech/science/2007-05-16-pyramid-theory_N.htm
http://www.world-mysteries.com/mpl_2.htm