প্রাগ্-সিনো-তিব্বতীয় ভাষা পরিবার
ইংরেজি : Sino-Tibetan Language Family
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিকশিত সিনো-তিব্বতীয় ভাষা পরিবারে প্রাগৈতিহাসিক ভাষা-পরিবার।  

পিকিং মানবগোষ্ঠীর (
হোমো এরেক্টাস) উত্তরসূরী এবং হোমো স্যাপিয়েন্স (আধুনিক মানুষ) -এর দ্বারা এই ভাষার পত্তন ঘটেছিল। এই ভাষার কোনো নমুনা পাওয়া যায় না। মূলত ভাষাবিজ্ঞানীরা কল্পনা করেছেন যে, সিনো-তিব্বতীয় ভাষা পরিবারে ভাষাগুলো বিকশিত হওয়ার আগে প্রাগ-সিনো-তিব্বতীয় ভাষা পরিবার ছিল। খ্রিষ্ট-পূর্ব ৪০০০ অব্দের আগে এই প্রাগ্-সিনো-তিব্বতীয় ভাষা পরিবারে উৎপত্তি ঘটেছিল চীনের ইয়াংজি, হুয়াং হো প্রভৃতি নদীর তীরবর্তী অঞ্চলসমূহে। খ্রিষ্ট-পূর্ব ৪০০০ অব্দের পরে এই প্রাগৈতিহাসিক ভাষা থেকে  সিনো-তিব্বতীয় ভাষা পরিবারের উৎপত্তি ঘটেছিল।


সূত্র :
http://stedt.berkeley.edu/about-st#Chinese