প্রাগ্ সিনো-তিব্বতীয় ভাষা পরিবার
পরিবার :
সিনো-তিব্বতীয় ভাষা পরিবার
উপ-পরিবার : তিব্বত-বর্মীয় ভাষা-উপ-পরিবার
শাখা : সাল

সাল
ইংরেজি : Sal

সিনো-তিব্বতীয় ভাষা পরিবারে অন্তর্গত তিব্বত-বর্মীয় ভাষা-উপ-পরিবারের একটি ভাষা শাখা হলো সাল। এই ভাষা-শাখার মানুষ বাস করে পূর্বভারতের পার্বত্য অঞ্চল, মায়ানমারের পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায়। এই ভাষা শাখায় রয়েছে মোট ১২২টি ভাষা।

ভাষা বিজ্ঞানীরা এই ভাষা-শাখাকে মোট ৪টি ভাষা উপ-শাখায় ভাগ করা হয়েছে। এই ভাগ চারটি হলো


সূত্র :
http://www.ethnologue.com/subgroups/tibeto-burman
http://www.ethnologue.com/subgroups/sal