সাবালক
প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ।
ঊর্ধ্বক্রমবাচকতা { সাবালক | পুরুষ | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
man, adult male


ব্যাখ্যা: শিশু নয়, যৌনতার বিচারে পুরুষ মানুষ। যে পুরুষ একক সত্ত্বা হিসেবে নিজকে একক ভাবে পরিচিতি ধারণ করে। ব্যক্তিত্বের বিচারে পুংলিঙ্গধারী শিশুকে এই শ্রেণির বাইরে রাখা হয়। শিশু ছাড়া, পুরুষ হতে পারে প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক। সাবালকদের ভিতরে বৈবাহিজ দশা হিসেবে থাকতে পারে বিবাহিত বা অবিবাহিত।