বয়স
কোনো সত্তা যতদিন তার অস্তিত্ব বজায় রাখতে পারে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{| বয়স |
লক্ষণগুণ |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |}
ইংরেজি: age
ব্যাখ্যা: প্রতিটি সত্তা যতদিন স্বকীয় বৈশিষ্ট্য
নিয়ে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে ততদিন তার বয়স। মানুষের
একটি অখণ্ড বয়স নির্ধরাণ করা যায় তার মৃত্যু পর্যন্ত। কিন্তু যতদিন তার মৃত্যু না
হয়, ততদিন তার বয়স চলমান থাকে। এই চলমান বয়সে মানুষের দৈহিক ও মানসিক নানা পরিবর্তন
ঘটে। যার বিচারে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ দশায় বিরাজ করে। এর প্রতিটি দশার
রয়েছে নিজস্ব বয়স। যেমন মানবজীবনে যৌবনের কালের সীমা হলো- তার যৌবনের বয়স। তেমনি
বৃদ্ধত্বের একটি সীমা আছে, যার শুরু হয় প্রৌঢ়ত্ব থেকে মৃত্যু পর্ন্ত।
বৃদ্ধবয়স
(oldness):
দেহের বার্ধক্যদশার বয়স