আকৃতি
কোনো বস্তুর দৃশ্যগত নিজস্ব রূপ। 
ঊর্ধ্বক্রমবাচকতা
	
	{। আকৃতি |
	সত্তাগুণ |
	|বিমূর্তন | 
	বিমূর্ত সত্তা | 
	 সত্তা |
	}
ইংরেজি: shape, form
ব্যাখ্যা: 
ত্রিমাত্রিক জগতে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার দ্বারা, 
বস্তুর আকৃতি গড়ে উঠে। কিন্তু কিছু সত্তা আছে, যাদের আকৃতি নিশ্চিত নয়। এই জাতীণ 
আকৃতিকে বলা হয়- অনিয়তাকার। 
	- অনিয়তাকার (amorphous shape)