বিশালত্ব
তুলনামূলক আকার বা প্রসারতা (বড় বা ছোট) পরিমাপক লক্ষণগুণ।
ঊর্ধ্বক্রমবাচকতা {| বিশালত্ব | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
ইংরেজি:
property
ব্যাখ্যা: প্রতিটি সত্তার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দ্বারা সত্তার গুণাগুণ অন্যের কাছে প্রকাশিত হয়। আর এই সকল গুণাগুনই সত্তার লক্ষণগুণ। সত্তার গুণগত মান অনুসারে বড়-ছোটো, ক্ষুদ্র-বৃহৎ ইত্যাদি ভাগে ভাগ করা যায়। এই বিচারে বিশালত্ব একটি গুণগত মান।