সেফালোপোড
সামুদ্রিক মোলাস্কা পর্বের প্রাণী, এদের উন্নত মস্তিষ্ক ও চোখ এবং শরীরে শোষকযুক্ত শুঁড় থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সেফালোপোড |
মোলাস্কা |
অমেরুদণ্ডী |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
cephalopod, cephalopod mollusk
।
-
অক্টোপোড
(octopod):
যে সকল
সেফালোপোডের আটটি বাহু রয়েছে এবং দেহের অভ্যন্তরে কোনো কঙ্কাল নেই এমন প্রাণিকুল।