দশান্তর
অপরিহার্য বৈশিষ্ট্যে কোনো কিছুর ভিন্নতর কিছু পরিবর্তন ।
ঊর্ধ্বক্রমবাচকতা {দশান্তর । পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
change of state
ব্যাখ্যা: ক্রিয়া মধ্যদিয়ে সত্তার দশান্তর ঘটে। এর ফলে কোনো ভিন্নতর বৈশিষ্ট্যে নতুন কিছুর উদ্ভব হয়। রন্ধন।