দৃঢ়তা
যে লক্ষণগুণের দ্বারা বস্তুর কাঠিন্য প্রকাশ পায়
ঊর্ধ্বক্রমবাচকতা { দৃঢ়তা | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
ইংরেজি:
consistency, consistence, body
ব্যাখ্যা: যে কোনো বিষয়ের রয়েছে একটি নির্দিষ্ট দশায় টিকে থাকার ক্ষমতা। এই বিশেষ ক্ষমতার মধ্য দিয়ে তার দৃঢ়তার লক্ষণদশা প্রকাশ পায়। দৃঢ়তার বিচারে আমার এগুলোকে নরম, কঠিন, মৃদু ইত্যাদি নামে অভিহিত করে থাকি।