দিক-নির্দেশনা
কোনো সুনির্দিষ্ট বিষকে প্রতিষ্ঠার জন্য দিক-নির্দেশন করা
ঊর্ধ্বক্রমবাচকতা { | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা |  বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: orientation

ব্যাখ্যা: কোনো বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য, যুক্তি-তর্ক দিয়ে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেনো বিষয়টি শ্রোতা-দর্শক আন্তরিকভাবে বিশ্বাস এবং গ্রহণ করতে পারে। অনেক বিপদগামী মানুষকে দিক-নির্দেশনা মাধ্যমে যথাযথ পথে আনা যায়। আবার অনেক বিষয় আছে, যা কর্মীরা ঠিক বুঝে উঠতে পারে না। সেক্ষেত্রে কর্মীদের জন্য শিক্ষামূলক নির্দেশনা বেশ কাজ দেয়। এ সবই দিকনির্দেশনা (orientation) দিয়ে সম্পন্ন করা যায়।