ধনসম্পদ
যার আর্থিক মূল্য আছে বা যার বিনিময় মূল্য রয়েছে।
ঊর্ধ্বক্রমবাচকতা {| ধনসম্পদ | সম্পত্তি | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}

ইংরেজি:
wealth
ব্যাখ্যা: মালিকানার সূত্রে ব্যবহার উপযোগী বস্তু বা বৈষয়িক মূল্য আছে এমন যে কোনো সামগ্রী বা উপকরণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেউ এককভাবে সম্পদের মালিকানার দাবিদার হতে পারে আবার অংশবিশেষের দাবিদার হতে পারে। এই অংশবিশেষের অধিকারকে শেয়ার বা অংশিত্ব বলা হয়। সাধারণত ধনসম্পত্তির মান নিরূপিত হয়, প্রচলিত মুদ্রার মান দ্বারা।