পরিসমাপ্তি
পরিবর্তনশীল ক্রিয়ার মধ্য দিয়ে কোনো অবস্থা বা দশার সমাপ্তি টানা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { পরিসমাপ্তি | পরিবর্তনশীল দশা | পরিবর্তনশীল ক্রিয়া | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
termination, ending, conclusion
ব্যাখ্যা: পরিবর্তনশীল ক্রিয়ার ভিতর দিয়ে যখন নানারূপ পরিবর্তনশীল দশা বা অবস্থার সৃষ্টি হয়। এই দশার শেষ হয়ে যাওয়াটা হলো পরিসমাপ্তি। পরিসমাপ্তি হিসেবে যে সকল কর্মফল পাওয়া যেতে পারে, তা হলো-