আঁশ
সরু এবং অতি দীর্ঘ করার উপযোগী কঠিন পদার্থ।
ঊর্ধ্বক্রমবাচকতা  { | আঁশ | স্পর্শনীয় বস্তু  | বস্তু  | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: fiber, fibre

ব্যাখ্যা: স্পর্শের দ্বারা অনুভব করা যায় এবং দেখা যায় এমন বস্তু। স্পর্শনীয় বস্তুকে কৌশলকে নানা রূপ দেওয়া যায় এবং ব্যবহার করা যায়। এই জাতীয় বস্তু নানা ধরনের হতে পারে। এর ভিতরে এক ধরনের বস্তু আছে, যেগুলো সুর এবং দীর্ঘ দশায় পাওয়া যায়। উৎসের বিচারে আঁশ নানা ধরনের হতে পারেৱ। যেমন